স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তামিম মিয়া(১৬) নামক দশম শ্রেণির এক সহপাঠীর বিরুদ্ধে। সে উপজেলার পবনারপাড় গ্রামের সেলিম মিয়া ঠান্ডার ছেলে। গত শুক্রবার ঘাঘর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা অভিযোগ তুলে নিতে বাদীকে হুমকি দিয়ে আসছে ছেলেটির পরিবার।
সরজমিনে জানা যায়, পাশাপাশি গ্রাম হওয়ায় পূর্ব পরিচিত। ঘটনার দিন এ্যাসাইনমেন্ট জমা দিতে দু’জনে স্কুলে যায়। ভুল সংশোধনের জন্য শিক্ষকের কাছে যাবো বলে ঐ ছাত্রী কে ফুশলিয়ে ঘাঘর নিয়ে যায় তামিম। সেখানে একটি ভবনের ছাদে দু’জন কে একান্ত অবস্থায় দেখতে পেয়ে আটক করে এলাকাবাসী। পরে মারপিট করে নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে কথা বলার জন্য সাংবাদিকগণ তামিমের বাড়িতে গেলে তাকে পাওয়া যায় নাই।
তার পিতা পল্লী উন্নয়ন সংগঠন এর সভাপতি সেলিম মিয়া ঠান্ডা সাংবাদিকদের বলেন- ঘটনাটি আমি জানি, মিমাংসার কথা বলেছি, মেয়ে পক্ষ টাকা চায়। ভুক্তভুগীর দাদী জানায়- সেলিম মিয়া অভিযোগ তুলে নিতে বিভিন্ন চাপ সৃষ্টি করছে, তিনি আরো জানান – তামিমের মা আমার নাতনীকে বলে – যদি অভিযোগ না উঠাস তুই কোনোদিন বিয়ে বসতে পারবি না, তোর মা- বাবা ও ঢাকায় কাজ করতে পারবে না।সেই ব্যবস্থা করবো।
এ ব্যাপারে স্কুল ছাত্রীর দাদী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার এস আই মিজানুর রহমান সজীব এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply