1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
করোনা মোকাবেলায় গণটিকা কার্যক্রমের প্রথম দিনের ক্যাম্পেইন সম্পন্ন - Bangladesh Khabor
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

করোনা মোকাবেলায় গণটিকা কার্যক্রমের প্রথম দিনের ক্যাম্পেইন সম্পন্ন

  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৬৯ জন পঠিত
স্টাফ রিপোটার কে এম সাইফুর রহমান, 
করোনা (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে শনিবার (৭ আগস্ট) দিনব্যাপী দেশের সকল উপজেলায় স্বাস্থ্যসহকারীদের মাধ্যমে একযোগে গণটিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। 
টিকা প্রদান কেন্দ্রগুলোতে সকল শ্রেণি-পেশার সাধারণ জনগণের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে দক্ষ ও অভিজ্ঞ স্বাস্থ্যসহকারীরা প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগ কর্তৃক বরাদ্দকৃত ৬০০ জনকে কোভিড-১৯  -এর টিকা দিতে সমর্থ হন। গণটিকা কার্যক্রমের ১ম দিন গতকাল দেশজুড়ে প্রায় ২৭ লক্ষ মানুষকে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্ব ও দূরদর্শিতায় এবং বহির্বিশ্বে পারস্পরিক কুটনৈতিক সুসম্পর্কের ফলে আপদকালীন সময়েও দেশের জনগণকে নিরাপদে রাখতে জরুরি এ পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।  
সরকারের প্রতি জনগণের আস্থা ও জনগণের প্রতি সরকারের গভীর ভালোবাসার ফলশ্রুতিতেই এ ধরনের একটি বৃহৎ কর্মযজ্ঞ সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা সম্মিলিতভাবে বাস্তবায়ন করে বিশ্ব দরবারে এক অনন্য রোল মডেল স্থাপন করে স্বাস্থ্যসহকারীরা শতভাগ সফল হয়েছেন। এ কাজে তাদেরকে সার্বিক সহযোগিতা করেছে পরিবার কল্যাণ কর্মীরা, সি,এইচ,সিপি ডাটা এন্ট্রি অপারেটর, স্বেচ্ছাসেবী, আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার ও ভিডিপি সদস্য সহ স্থানীয় পৌরসভা / ইউনিয়নের জনপ্রতিনিধিরা। দেশ ও জনগণের কল্যাণেই কেবল সকলের সার্বিক সহযোগিতায় এ ধরনের একটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ রবিউল আলম খোকনের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,  বিশ্ব মানবতার মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দিকনির্দেশনায় “পোলিও মুক্ত বাংলাদেশ এর ন্যায়” জাতিকে করোনা মুক্ত করতে তাদের ২৬ হাজার স্বাস্থ্যসহকর্মী সর্বদা প্রস্তুত রয়েছে। ইনশাল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরবর্তী ক্যাম্পেইনগুলোও আমরা শতভাগ সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি, জরুরি প্রয়োজনে অবশ্যই মাস্ক ব্যবহার করে বাহিরে বের হই। নিজে করোনা টিকা নিব এবং অপরকে টিকা নিতে উৎসাহিত করবো। “জয় হোক মানবতার, পরাজয় হোক করোনার”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION