বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হরতা ইউনিয়নের দক্ষিণ নাথারকান্দি গ্রামের প্রতিপক্ষের জমির রোপা আমন ধানখেতের থোরধানগাছ কেঁটে পরিস্কার করে ফেলেছে। এঘটনায় রফিকুল ইসলাম ৪ অক্টবর উজিরপুর থানায় মামলা করেছ। ওসি বলছে লিখিত অভিযোগ পেয়েছি।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার হরতা ইউনিয়নের দক্ষিণ নাথারকান্দি গ্রামের আব্দুল হামিত বেপারীর ছেলে মো.রফিকুল ইসলাম তার নিজনামে ক্রয়কৃত প্রায় ৬০ শতক জমিতে চলতি রোপা অমনধান চাষ করে। রফিকুল ইসলাম এর সাথে জমিনিয়ে বিরোধ চলে আসছে একই এলাকার মৃত নিলকান্ত সমদ্দারের ছেলে সাবেক শিক্ষক উপেন সমদ্দারে সাথে। উপেন সমদ্দার ও তার ছেলে দুলাল সমদ্দার প্রতিপক্ষকে ঘায়েল করতে গত বৃহস্পতিবার রফিকুল ইসলাম এর রোপা অমন ক্ষেতের থোরধান কেঁটে ফেলেছে। এঘটনায় রফিকুল ইসলাম ৪ অক্টবর উজিরপুর থানায় লিখিত অভিযোগ করেছে।
এব্যাপারে স্থানীয় নাথারকান্দি গ্রামের শাহজাহান মৃধা, আব্দুলগনি মৃধা, বজলুর রহমান মোল্লা ও আলমগীর বেপারী সহ অনেকে সাংবাদিকদের বলেন, উপেন সমদ্দার ও তার ছেলে দুলাল সমদ্দার তাদের ভারাটিয়া লোক দিয়ে ওই জমির থোরধান কেঁটে ফেলেছে। এব্যাপারে বগাচাষি আমির হোসেন খানের ছেলে মাসুদ খান সাংবাদিকদের বলেন, উপেন সমদ্দারের ছেলে দুলাল সমদ্দার আমাকে লোকজননিয়ে ওই ধানগাছ কেঁটে ফেলার জন্য বলছে। আমি তাদের কথায় রাজি হয়নাই। আমি তাদের বলছি, থোরধানক্ষেত আমি কাঁটতে পারবো না। এব্যাপারে উজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান সাংবাদিকদের বলেন, রফিকুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে তার খেতের ধান কেঁটে ফেলেছে। আমরা তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহন করবো। এব্যাপারে অভিযুক্ত উপেন সমদ্দার ও তার ছেলে দুলাল সমদ্দার এর সাথে বার বার যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি ।
Leave a Reply