স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় নার্গিস বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২৬ জুলাই) গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নার্গিস বেগম উপজেলার তারাশী গ্রামের বাগলবাড়ির সিদ্দিক সিকদারের মেয়ে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, নার্গিস বেগম বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে মহিলাদের কাপড় বিক্রি করে। প্রতিদিনের মতো আজও বাড়ি থেকে বের হয়ে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক দিয়ে ফেরি করতে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত দ্রুতগামী একটি ট্রাক নার্গিস বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply