1. [email protected] : Azmanur Rahman : Azmanur Rahman
  2. [email protected] : Editor Section : Editor Section
  3. [email protected] : Md Abu Naim : Md Abu Naim
  4. [email protected] : Sadia Afrin : Sadia Afrin
  5. [email protected] : support :
নানা আয়োজনে বগুড়া থিয়েটারের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Bangladesh Khabor
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসির উদ্দীনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন আবারও সোনার দাম বাড়ল শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা পুলিশে আবারও বড় রদবদল কুরআনের আয়াত পোস্টের সঙ্গে ২ ছবি শেয়ার, কী বার্তা দিলেন আসিফ নজরুল ‘সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে, গোটা জাতি তাতে আনন্দিত’ রাজাপুরে শাহজাহান ওমরের গাড়ি ভাংচুর, মামলা দিতে গিয়ে জেল হাজতে সাদিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন সোনারগাঁয়ে সাবেক যুবদল নেতা মরহুম বুলবুল আহম্মেদ এর মৃত্যু বাষিকী উপলক্ষে দোয়া টুঙ্গিপাড়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

নানা আয়োজনে বগুড়া থিয়েটারের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪০৫ জন পঠিত
বগুড়া প্রতিনিধিঃ মোঃ সবুজ মিয়া,   বগুড়া থিয়েটার আজ নট নন্দনের নন্দিত নাট্যালয়। শত বাঁধা-বিপত্তি, চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশের প্রথম সারির নাট্য সংগঠন বগুড়া থিয়েটার শুধু নাট্য আন্দোলনেই না, যেকোন দুর্যোগ, সামাজিক- রাজনৈতিক সংকটে যেনো আলো দেখিয়ে দেয়া সংগঠন।

নাট্যাচার্য সেলিম আল দীন ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর গড়া গ্রাম থিয়েটারের অন্যতম সংগঠন ও বাংলাদেশ গ্রুপ থিয়েটারের অন্যতম নাট্যদল বগুড়া থিয়েটার তাদের নিজস্ব আঙিনায় সেলিম আল দীন মঞ্চে উদযাপন করলো প্রত্যয়ের ৪১ জয়ন্তী। বগুড়া থিয়েটার যাত্রা শুরু করেছিলো ১৯৮০ সালের ২৯ মে পাপ পূণ্য নাটকের মাধ্যমে।

প্রত্যয়ের ৪১ জয়ন্তী উপলক্ষে ২ দিন ব্যাপী অনুষ্ঠানে বিকেলে থিয়েটারের অগ্রজ, অনুজ আর বগুড়ার বিশিষ্ট সাংস্কৃতিকজন দের উপস্থিতিতে করোনার কারণে দীর্ঘদিন স্থবির হয়ে পরা কার্যালয় যেনো প্রাণের হিল্লোলে মেতেছিল।

প্রদীপ প্রজ্জ্বালন করে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানের মাধ্যমে বর্তমান পৃথিবীর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবার আকুতি জানান নাট্যজনরা। প্রদীপ প্রজ্জ্বালন করেন প্রধান অতিথি লায়ন মোজাম্মেল হক লালু।

৪১ তম আয়োজনে বগুড়া থিয়েটারের পক্ষ হতে খন্দকার গোলাম কাদের ও এ,এইচ আজম খান পদক প্রদান করা হয় পুন্ড্রজনপদের নন্দিতজন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু ও ডঃ এনামুল হক কে।

এছাড়াও, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ বজলুর রাশিদ রাজাকে  সভাপতি ও তৌফিক হাসান ময়না কে সাধারণ সম্পাদক সহ নব গঠিত ২৭ সদস্য বিশিষ্ট কমিটি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি লায়ন মোজাম্মেল হক লালু। কমিটির অন্যান সদস্যবৃন্দ হলেন সিনিয়র সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, সহ সভাপতি এড. পলাশ খন্দকার,  দ্বীন মোহাম্মদ দীনু, খন্দকার এনামুল হক, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন,  সাংগাঠনিক সম্পাদক কবির রহমান, অর্থ সম্পাদক জাকিউল ইসলাম সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা জিয়ন, দপ্তর সম্পাদক কনক কুমার পাল অলক।

নির্বাহী সদস্যবৃন্দ হলেন শহীদুর রহমান, আব্দুল খালেক, পাঁপড়ি ইসলাম, ফরহাদ হোসেন, রুবল লোদী, শাহাদাৎ হোসেন, আবু সাঈদ সিদ্দিকী,  বিধান কৃষ্ণ রায়, আমজাদ শোভন, সুপিন বর্মন, রেহেনা আমিন শিল্পী, সবুজ চন্দ্র বর্মন, তাসলিমা বেগম, সর্দার হামিদ, ওসমান গণি, সোবহানি বাপ্পী।

এরপর, শুরু হয় প্রতিষ্ঠা জয়ন্তীর মূল অনুষ্ঠান।

বগুড়া থিয়েটারের নন্দিত প্রযোজনা নাটক সোনাভানের পালা, কৈবর্ত বিদ্রোহ, দ্রোহ,  ফকির মজনু শাহ নাটকে ব্যবহৃত গান ও জারিগান পরিবেশন করেন বগুড়া থিয়েটারের নজরুল ইসলামের নেতৃত্বে নাট্যকর্মী বৃন্দ।

এছাড়াও, বগুড়া থিয়েটারের উল্লেখযোগ্য প্রযোজনা নাটক নূরল দীনের সারাজীবন,  কথা পূন্ড্রবর্ধন,  একটি কিশোর মুক্তিযোদ্ধা ও সংগঠনের প্রথম নাটক পাপ পূণ্যের অংশবিশেষ অভিনয় করে দেখান নাটকের নন্দিত কলাকুশলীবৃন্দ।

দীর্ঘদিন পর অংশবিশেষ অভিনয়ের জন্য মঞ্চে ওঠেন বগুড়া থিয়েটারের দ্বীন মোহাম্মদ দীনু, জাকিউল ইসলাম সবুজ, রুবল লোদীর মত দেশ বরেণ্য মঞ্চশিল্পীরা।

তৌফিক হাসান ময়না ও প্রদীপ ভট্টাচার্য শঙ্কর যখন মঞ্চে অভিনয় করছিলেন দর্শকদের  মধ্যে অসাধারণ এক মিথোস্ক্রিয়ার সৃষ্টি হয়। কেননা নতুন প্রজন্মের কেউই তাদের অভিনয় দেখেন নি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, নাট্যদলের সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, বগুড়া থিয়েটারের অগ্রজ নাট্যজন, সাংবাদিক চপল সাহা প্রমুখ।

এছাড়াও, ননবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানান লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ, শব্দ কথনের সাধারণ সম্পাদক এইচ আলিম, ধৈবত সাংস্কৃতিক একাডেমির ডাঃ মিল্লাত হোসেন।

তাছাড়া, ভার্চুয়ালি বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠা জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানান বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে,এম,খালিদ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, পশ্চিম বঙ্গের নাট্য গবেষক আশিষ গোস্বামী সহ এপাড়-ওপাড় বাংলার অগণিত নাট্য সংগঠক।

সমস্ত অনুষ্ঠান টি প্রাঞ্জলভাবে উপস্থাপন করেন দপ্তর সম্পাদক কনক কুমার পাল অলক।

করোনার কারণে সীমিত আয়োজনে হলেও উদযাপনের আড়ম্বরে কোন কমতি ছিল না। মিলন মেলার এ আয়োজনে গান, কবিতা, কথায়,  শুভেচ্ছায় রাত গড়ায় অনেকটা। অবশেষে আগামী দিনে নাট্যমঞ্চে আরো শানিত প্রযোজনা উপহার দেবার প্রত্যয় ব্যক্ত করে ও যেকোন দায়বদ্ধতায় মানুষের পাশে দাঁড়াবার শপথ নিয়ে শেষ হয় প্রথম দিনের উদযাপন।

প্রতিষ্ঠা জয়ন্তী উপলক্ষে সকালে বগুড়া থিয়েটারের নাট্যকর্মীরা সাতমাথায় করোনা সচেতনতা সৃষ্টির জন্য মাস্ক বিতরণ করেন।

আজ দুই দিন ব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে বগুড়া থিয়েটার কার্যালয়ে অনুষ্ঠিত হবে থিয়েটার আড্ডা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION