গাইবান্ধা থেকে ওবাইদুল ইসলাম,
গাইবান্ধা প্রতিনিধি : গেল কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধার সকল নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার পলাশবাড়ী উপজেলাল করতোয়া নদীর টোংরাদহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
কিশোরগাড়ী ইউনিয়নস্থ করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি স্থানে প্রায় ৬০ মিটার বাঁধ ভেঙে যাওয়ায় প্লাািবত হয়েছে কিশোরগাড়ী, তেকানী, চকবালা, কাশিয়াবাড়ী, পশ্চিম মির্জাপুর, প্রজাপাড়া, সগুনা, কেশবপুর, পশ্চিম রামচন্দ্রপুরসহ ১৫টি গ্রাম। পানিতে তলিয়ে গেছে রোপা আমন ধান, রবিশস্য, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট।
এদিকে করতোয়া নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত, শিবপুর, সাপমারাসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে বিভিন্ন এলাকার ফসলী জমি।
Leave a Reply