স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানী ও যাছাই বাছাইয়ে নামঞ্জুর এবং দ্বিধাবিভক্ত তালিকায় নাম রাখার প্রতিবাদে কাফনের কাপড় গায়ে পরে মানববন্ধন করেছে হেমায়েত বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা । ১৮ মার্চ সকাল ১০ টায় হেমায়েত বাহিনীর সৃতি যাদু ঘর চত্তরে এ মানববন্ধন আয়োজন করে যাছাই বাছাইয়ে নামঞ্জুর ও দ্বিধাবিভক্ত তালিকায় থাকা মুক্তিযোদ্ধাবৃন্দ। এ সময় বীর মুক্তিযোদ্ধা – মোমেলা বেগম, সিরাজুল ইসলাম , মোসলেম মোল্যা, সুনীল কুমার বিশ্বাস, মান্নান মোল্যা , নুর মোহাম্মাদ, কুদ্দুস বিশ্বাস , করিম সিকদার, বিমল চন্দ্র শীল, আসরাফ আলী সহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা যাছাই বাছাইয়ের ব্যাপারে বড় অংকের টাকা লেনদেনের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
এবং যাছাই বাছাই বাতিল চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতি সাবেক কমান্ডার শামছুল হক মিয়া সাংবাদিকর্দে বলেন – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে , এই প্রহসন মূলক যাছাই বাছাই অনতি বিলম্বে বতিল করে পুনারায় যাছাই বাছাইয়ের দাবী জানাই। উক্ত মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্ধা – আঃ আজিজ মিয়া, রমজান আলী শেখ , আঃ মান্নান, হাবিবুর রহমান হাজরা , বাদশা তালুকদার ,মোশাররফ হোসেন, নরেন্দ্র নাথ বাড়ৈ সহ হেমায়েত বাহিনীর ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধা। মানববন্ধন শেষে স্মৃতি যাদুঘর হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন – বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া
Leave a Reply