গাইবান্ধা থেকে ওবাইদুল ইসলাম,
গাইবান্ধার সাদুল্লাপুরে মুুজিববর্ষ উপলক্ষ্যে গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় বিআরডিবি’র এমব্রয়ডারি পল্লী পরিদর্শন, সুফলভোগীদের সঙ্গে উঠান বৈঠক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর বিকালে বিআরডিবি’র আয়োজনে সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা গ্রামে উঠান বৈঠক ও গাছের চারা বিতরণ করা হয়।
প্রকল্প পরিচালক আব্দুর সবুরের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বিআরডিবি (গ্রেড-১) মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, ।এসময় আরো উপস্থিত ছিলেন, বিআরডিবি’র ট্রেনিং পরিচালক মোঃ সাঈদ কুতুব, ইউসিসিএ চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, দামোদরপুর ইউপি চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন।
বক্তারা পল্লী দারিদ্র দূরীকরণ ও পল্লী উন্নয়নে গুরুতপূর্ণ বিষয়ে আলোচনায় বিভিন্ন দাবী তুলে ধরেন। এরমধ্য ট্রেনিং ১৫ দিন এর পরিবর্তে ৬০ দিন, নিজস্ব ভবন নির্মাণ, প্রকল্পের মেয়াদ বাড়ানো ও পল্লী অঞ্চলের রাস্তা ঘাটের উন্নয়ন।
Leave a Reply