গাজীপুর থেকে এস.এম দূর্জয়,
একটি জিনিস আমাদের সবার মাথায় ভালো করে গেঁথে নেয়া দরকার।আর সেটি হলো সফলতা কোন সময়ই রাতারাতি অর্জিত হয়না।কিন্তু সাফল্যের পিছনে যে কত রাতের পরিশ্রম রয়েছে সেটি আমরা জানার চেষ্টা করি না।ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকলে সফলতার ছোঁয়া পাওয়া বড়ই মুশকিল।কঠোর পরিশ্রম দ্বারা ভাগ্যের পরিবর্তন করতে পারলেই হাতে ধরা দিবে সাফল্য।একজন সফল উদ্যোক্তা সকল কাজে নিজের সর্বোচ্চটুকু দেয়।আর এরই ধারাবাহিকতায় অনেকেই শিক্ষা জীবনের পাশাপাশি স্বপ্ন দেখেন এবং সফলতার গল্পও শুনে থাকেন।গাজীপুর সদর,বানিয়ারচালা মেম্বারবাড়ীর এক উদীয়মান তরুণ মোঃ সাদ্দাম হোসেন পড়াশোনার পাশাপাশি ইলেকট্রনিক্স ব্যবসা শুরু করেন।উক্ত সময়ের মধ্যে কাঙ্খিত সফলতা অর্জন করতে না পারলেও মানসিক প্রবণতা থেকে বঞ্চিত হননি, সফলতা খোঁজে পাওয়ার জন্য সফল উদ্যোক্তাদের জীবনী এবং তাদের সফলতার রহস্যগুলো বোঝার চেষ্টা করেন সাদ্দাম হোসেন।
সেই মাফিক নিজের জীবনকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে বানিয়ারচালা মেম্বারবাড়ী,হাজী মার্কেটে দেশের বৃহত্তম সুপারশপ স্বপ্ন’র নতুন আউটলেট চালু করেন। সুবিধাবঞ্চিত মানুষদের ভোক্তা অধিকার রক্ষার জন্য নৃত্য প্রয়োজনীয় সকল পণ্যের সমাহার পুঞ্জিভূত করেন,সাশ্রয়ী মূল্যে বিক্রি করার জন্য।উদ্যোগী বৈশিষ্ট্য ঝুঁকি গ্রহণ এবং পুরষ্কারের জীবনের এক শক্তিশালী ভিত্তি স্থাপন করতে চান,মোঃ সাদ্দাম হোসেন।সুপারশপ স্বপ্ন’র নতুন আউটলেট চালু করেন যার মাধ্যমে স্বপ্ন সফলতার ছোঁয়া প্রথম এবং সর্বাগ্রে – স্বাধীনতার মূল্য দিবে।মোঃ সাদ্দাম হোসেন একজন স্বাবলম্বী উদ্যোক্তা,তিনি নিজের সাফল্যের জন্য দায়ী হওয়া উপভোগ করে এবং নিজের থেকে বড় কিছু তৈরি করতে গর্ব করেন।মোঃ সাদ্দাম হোসেন বলেন,
এজন সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য নিজের মধ্যে গড়ে তোলার চেষ্টা করছি,সেই মাফিক পরিশ্রম করতে সম্মত হয়েছি , সকলের কাছে দোয়া প্রার্থণা করি।
সাদ্দাম হোসেন আরো বলেন,নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে হলে প্রথমেই প্রয়োজন মনের মাঝে সৃজনশীলতা,নেতৃত্বের ক্ষমতা এবং আকাঙ্ক্ষা গড়ে তোলা।আমরা যেমন অন্যের কাজ থেকে শিখি তেমনই অন্যকে সাহায্য করার মনোভাবও একজন উদ্যোক্তার রাখতে হবে।অন্যকে সাহায্য করার মাধ্যমে একজন উদ্যোক্তার শিক্ষা আরো বাড়ে,এটি মনে রাখা সকলেরই প্রয়োজন।আপনারা যদি লক্ষ্য অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যান তবে হতাশা হওয়ার কোন কারণই নেই,সাফল্য কোন না কোন সময় ধরা দেবেই।পরিশেষে তিনি সকলকেই সালাম জানিয়ে মেম্বারবাড়ি হাজ্বী মার্কেটে সুপারশপ স্বপ্ন’র নতুন আউটলেট এ আসার আমন্ত্রণ জানান।
Leave a Reply