নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ মোঃ নাজিমুদ্দিন মজুমদারের প্রচেষ্টায় ভূলতা – মুড়াপারার রাস্তা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় বুধবার ( ১০ ফেব্রুয়ারি) দুপুর ১ টার চিত্র এটি। খোজ নিয়ে জানা যায়, মাত্র ৬.৩ কি. মি. রাস্তাটি রূপগঞ্জের একটি গুরুত্বপূর্ণ রাস্তা যা দিয়ে দৈনিক হাজার হাজার গাড়ি চলাচল করে। এই যানজটের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পরতো অসুস্থ মুমূর্ষু রোগীরা৷ স্থানীয় মুদি দোকানদার আবুল হোসেন জানান, ভূলতা – মুড়াপারা রাস্তাটির যানজটের কারণে এখানকার লোক অতিষ্ঠ হয়ে পড়েছে, কিন্তু কয়েকদিন যাবত আগের তুলনায় যানজট অনেকটা নিরসন হয়েছে। সিএনজি চালক ইব্রাহিম জানান, চিপা রাস্তায় বড় বড় ট্রাক ও লড়ি চলাচলের কারনেই এত যানজট।
Leave a Reply