গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহবায়ক মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে শহরের গেটপাড়া কার্যলয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিনে উপস্থিত ছিলেন, সদস্য সচিব মন্জুরুল ইসলাম, পৌর কমিটির সভাপতি শেখ মতিউর রহমান পিয়াস, সাধারণ সম্পাদক সোহান মোরশেদ, সহ-সভাপতি ইমতিয়াজ মাহমুদ আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ কাজী, সাংগঠনিক সম্পাদক ইমন কাজী।
এছাড়াও সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক দুলাল, যুবদল নেতা এহসানুল হক মিল্কি, যুবদল নেতা টুটুলসহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply