ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ থেকে প্রতিবছর ৬ থেকে ৭ হাজার শিক্ষার্থী জাপানে যাচ্ছে। সঠিক নীতির সহায়তা ও সরকারি সহযোগিতা পেলে সহজেই ১৫ থেকে ২০ হাজারে উন্নীত করা সম্ভব। আগামী পাঁচ বছরের মধ্যে এক লাখ শিক্ষার্থী ও কর্মী জাপানে পাঠানো আমাদের লক্ষ্য এমনটিই জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউস ইন বাংলাদেশ (এজেএলআইবি) এর সভাপতি ওয়াকিল আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল আর্কাইভ অডিটোরিয়ামে এজেএলআইবি আয়োজিত বাংলাদেশ থেকে জাপানে শিক্ষার্থী ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে মূলত জাপানে কাজের সুযোগের ওপর পরামর্শ ও করণীয় নির্ধারণ বিষয়ে তথ্যভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন এজেএলআইবির সভাপতি ওয়াকিল আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভূঁইয়া, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাপান সেলের ফোকাল পার্সন হেদায়েতুল ইসলাম মণ্ডল, জাপান সেলের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পলিসি এডভাইজার জিয়া হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জাপান সরকার সম্প্রতি বিদেশি শিক্ষার্থী কোটার সংখ্যা ২ লাখ থেকে ৪ লাখে বৃদ্ধি করেছে উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামী ৩ বছরে বাংলাদেশ থেকে অন্তত ৪৩ হাজার শিক্ষার্থী জাপানে পাঠানো সম্ভব।
Leave a Reply