1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কূটনীতিকদের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করার আশা ফখরুলের - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাটলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন অ‍্যাডভোকেট মিঞা শিরন আলম বিরামপুরে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ গোপালগঞ্জে ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস সমূহ পালন উপলক্ষে জেলা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: উপদেষ্টা ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় পদ্মায় তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা বাউফলে ৪ হাজার কৃষককে প্রণোদনা বিতরণ গাঁজা সেবন সময় সুন্দরগঞ্জের কিশোর অটোচালক আরিফ হত্যা করেছেন তার দুই বন্ধু জুলাই বিপ্লব নিয়ে পুলিশ সদস্য ফেসবুকে কটূক্তি, প্রতিবাদে সড়ক অবরোধ

কূটনীতিকদের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করার আশা ফখরুলের

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়ে ইফতার করে আগামী দিনে উন্নয়ন অংশীদারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সামনের পথ স্পষ্ট; একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন।’

 

রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই আয়োজনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি হেড অব মিশন জন ড্যানিলোভিচ, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনকে সঙ্গে নিয়ে এক টেবিলে বসে ইফতার করেন বিএনপি মহাসচিব ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

পরের টেবিলে ভারতের হাই কমিশার প্রণয় কুমার ভার্মা, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে নিয়ে বসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, কানাডার হাইকমিশনার অজিত প্যাটেলসহ রাশিয়া, জাপান, সংযুক্ত আবর আমিরাত, নরওয়ে, সুইডেন, স্পেন, ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া, নেপাল, ইরাকসহ বিভিন্ন দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকরা অংশ নেন ইফতারে।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতার অনুষ্ঠানে কূটনীতিকদের শুভেচ্ছা জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে।

ফখরুল বলেন, ‘আজকে এই ইফতার ভাগ করে নেওয়ার সময় আমাদের ন্যায়বিচার, স্থিতিস্থাপকতা এবং ঐক্যের মূল্যবোধের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন এবং রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত একটি ভবিষ্যত পাওয়ার যোগ্য।’

ইফতারের আগে বিএনপি মহাসচিব কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের ফজলে এলাহী আকবর, আবদুল কাইয়ুম, ইসমাইল জবিহউল্লাহ, বিজন কান্তি সরকার, জহির উদ্দিন স্বপন, তানভীরুল ইসলাম, এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, রশিদুজ্জামান মিল্লাত, শামা ওবায়েদ, মীর হেলাল, মওদুদ হোসেন আলমগীর, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, মাহমুদা হাবিবা, ফারজানা শারমিন পুতুল, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ইফতারে অংশ নেন।

এছাড়া ছিলেন অধ্যাপক মাহবুব উল্লাহ, শফিক রেহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান, দেবপ্রিয় ভট্টচার্য, বদিউল আলম মজুমদার, কামাল আহমেদ, বোরহান উদ্দিন খান, তোফায়েল আহমেদ, শহীদউজ জামান, জন রোজারিও।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার মাহফুজ আনাম, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, ডেইলি সান সম্পাদক রেজাউল করীম লোটাস এসেছিলেন অনুষ্ঠানে।

ইফতার এবং মাগরিবের নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজেও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION