বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সকে নাহিদ আরও বলেন, গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী তা হয়নি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সহজ হবে।
গত বছর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগষ্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস।
সেই ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং অভ্যুত্থানে শহিদ এক হাজারের বেশি মানুষের প্রতি সম্মানে এ দলিল তৈরি করা হবে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন এ দল জাতীয় রাজনীতিকে নতুনত্ব আনতে পারে। কয়েক দশক ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাইরে রাজনীতিতে নতুন ধারা যোগ করতে পারে এটি।
সারা দেশের অনেক ধনী ব্যক্তি নতুন দলটিকে (এনসিপি) অর্থায়নে সহায়তা করছে উল্লেখ করে ইসলাম বলেন, শিগগিরই তারা নতুন কার্যালয়ের জন্য গণহারে অর্থসহায়তা এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠনের দিকে নজর দেবে।
Leave a Reply