ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই-আগস্টে সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় ১৪০০ নিরস্ত্র মানুষকে। এর মধ্যে সাধারণ শিক্ষার্থী, নিরস্ত্র বিক্ষোভকীরা, নারী ও শিশু রয়েছে। হত্যাকাণ্ডের শিকার মোট শিশু ১১৮। শতকরা হিসাবে যা ১২-১৩ শতাংশ। আহত হয়েছেন প্রায় ১২ হাজার।
৬৬ শতাংশই মিলিটারি রাইফেলের গুলিতে এবং ১২ শতাংশ শটগানের গুলিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রমাণ হয়েছে-ক্ষমতা টিকিয়ে রাখতে এই নৃশংসতার পথ বেছে নিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড সংঘটিত করার নির্দেশ দেন হাসিনা। পুরো বিষয়টি সমন্বয় করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সামরিক ও আধা-সামরিক বাহিনীর পাশাপাশি হত্যাকাণ্ডে অংশ নেন আওয়ামী লীগের সংসদ-সদস্যরাও। এটি ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার, গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ।
আন্দোলনকারীদের অনেকে প্রাথমিক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা যৌন হয়রানির শিকার। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে এসব উঠে এসেছে।
বুধবার প্রতিষ্ঠানটির জেনেভা কার্যালয় থেকে রিপোর্ট প্রকাশ করা হয়। পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। এ উদ্দেশ্য হাসিলে তারা বিক্ষোভ দমনের কৌশল নিয়েছিল। এটা করতে গিয়েই নির্বিচারে হত্যা, গ্রেফতার, আটক ও নির্যাতন চালিয়েছে আন্দোলনকারীদের ওপর।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ‘ওএইচসিএইচআর’কে হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তের জন্য আমন্ত্রণ জানায়। আমন্ত্রণে সারা দিয়ে ১ জুলাই থেকে ১৫ আগস্ট সংঘটিত ঘটনা তদন্তে স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার। তাদের প্রতিবেদনে অভিযুক্তদের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়। বলা হয়, এসব ঘটনায় নির্বিচারে হত্যার প্রমাণ মিলেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কমিশন বিশ্বাসযোগ্যভাবে মনে করছে-সামরিক, আধাসামরিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িত। তারা হতাহতদের হাসপাতালে চিকিৎসায় বাধা দিয়েছে। ভয় দেখিয়েছে চিকিৎসকদের।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কাজ রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ স্বজ্ঞানে, সমন্বয় এবং নির্দেশনায় হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নিরাপত্তা ও গোয়েন্দা শাখার নেতৃত্ব ও সমন্বয়ে এসব ঘটে। সরকারি ঊর্ধ্বতন কর্তকর্তাদের সাক্ষ্য অনুসারে প্রধানমন্ত্রী তাদের অতিরিক্ত শক্তি প্রয়োগের নির্দেশ দিতেন, নিয়মিত নজরদারি করতেন এবং রিপোর্ট পেতেন। পুলিশ, বিজিবি, র্যাব, ডিজিএফআই এবং গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত অপারেশনের জন্য সরাসরি আদেশ জারি করা হয়।
এসব বাহিনী প্রতিবাদকারী ও সাধারণ নাগরিকদের নির্বিচারে বিচারবহির্ভূতভাবে হত্যা এবং আটকের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িয়ে পড়ে।
সরকারি ও বেসরকারি সূত্রের তথ্য বিশ্লেষণ করে ওএইচসিএইচআর মনে করছে, আন্দোলন চলাকালে ১৪০০ মানুষ নিহত হতে পারে। যাদের বেশির ভাগই বাংলাদেশের নিরাপত্তাবাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্র, সামরিক রাইফেল এবং শটগানের গুলিতে মারা যায়। হাজার হাজার আহত ব্যক্তি তাদের জীবন বদলে দেওয়ার মতো গুরুতর আঘাতের শিকার হয়েছেন। পুলিশ ও র্যাব তথ্য দিয়েছে, তারা ১১ হাজার ৭০০’র বেশি মানুষকে গ্রেফতার করেছ।
পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীও শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এ সময় যারা নিহত হয়েছে, তাদের ১২-১৩ শতাংশই শিশু। শিশু হত্যা, উদ্দেশ্যমূলকভাবে পঙ্গু করা, নির্বিচারে গ্রেফতার এবং অমানবিক নির্যাতন চরম অপরাধ।
মানবাধিকার কমিশন মনে করে, বিক্ষোভ এবং ভিন্নমত দমনের কৌশল হিসাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গুরুতর এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকেও উদ্বেগজনক। কোন মাত্রার মানবতাবিরোধী অপরাধ হয়েছে, তা মূল্যায়নে দেশীয় আইনে ফৌজদারি তদন্তের প্রয়োজন রয়েছে।
Leave a Reply