নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দা গ্রামে ‘ড. এনায়েত করিম কলেজ’ নামে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া ও ঝরে পড়া শিক্ষার্থীর হার কমানোই মূলত নবগঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. এনায়েত করিমের সভাপতিত্বে সম্প্রতি এক অনুষ্ঠানে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক মো. সোহরাব হোসেন দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে কলেজটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক অধ্যাপক মো. ওমর ফারুক, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা এবং উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন বক্তব্য রাখেন। তিনি গ্রামীণ এলাকায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারের সহায়তার প্রতিশ্রুতি দেন।
তিনি শিক্ষার্থীদের দক্ষ পেশাদার হিসেবে গড়ে তুলতে শিক্ষার গুনগত মান বজায় রাখা এবং কর্মমুখী কারিগরি শিক্ষা চালু করার গুরুত্বের ওপর জোর দেন।
কলেজের প্রতিষ্ঠাতা ও দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক ড. এনায়েত করিম বলেন, কলেজটি শিগগিরই শিক্ষার্থীদের বিদেশে চাকরির সুযোগ সৃষ্টির জন্য প্রস্তুত করা, ভাষা এবং কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেবে। ভবিষ্যতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
তিনি কলেজটিকে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটিতে রূপান্তরিত করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
Leave a Reply