1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, বিপাকে কৃষক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ চাঁদাবাজ দুর্নীতিবাজদের বয়কট করুন : নাহিদ ইসলাম একবার সুযোগ দিন, ফেল করলে দ্বিতীয়বার চাইবো না : ফয়জুল করিম হাসিনার কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি : তাজুল ইসলাম নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার বরিশালে শিক্ষার আলো প্রসারে ‘ড. এনায়েত করিম কলেজ’-এর যাত্রা শুরু কুষ্টিয়ায় সন্তান হত্যার হুমকি দিয়ে ভাবিকে ধর্ষণ, কারাগারে দেবর বাউফলে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, বিপাকে কৃষক জয়পুরহাটে সরকারি গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ আদালতের বাউফলে বিভিন্ন প্রজাতির ৪শ’ গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ!

বাউফলে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, বিপাকে কৃষক

  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত কয়েক দিন  থেকে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে বীজতলা ও মাছের ঘের। হুমকিতে রয়েছে মুরগী খামারীরা।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ১২শ ২হেক্টর জমিতে রোপা আমন ধানের বীজতলা তৈরি করা হয়েছে। এরমধ্যে ৫শ ৪০হেক্টর বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। ২হাজার ৮শ ২১হেক্টর জমিতে রোপা আউশ চাষ করা হয়েছে। এরমধ্যে ৮শ ৪৬হেক্টর জমির ধান ক্ষতির মধ্যে পরেছে।
২৫০হেক্টর জমিতে রয়েছে সবজি এরমধ্যে ১৮৮হেক্টর জমির সবজি ক্ষতির মুখে রয়েছে।
৩৮হেক্টর জমিতে রয়েছে পানের বরজ, কলা ১৭হেক্টর, পেপে ১০ হেক্টরসহ সকল উৎপাদনই বর্ষণে ক্ষতির মুখে পরেছে। তলিয়ে গেছে মাছের ঘের। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২শতাধিক মৎস্য খামারী।এছারাও হুমকির মুখে রয়েছে মুরগী খামাররাী। এভাবে টানা বৃষ্টি চলতে থাকলে মুরগীর খামারে নানা রোগবালাই দেখা দিতে পারে বলে আশংকা করছেন খামার মালীকরা।
উপজেলার দাসপাড়া ইউনিয়নের খামারী মো. রিপন জানান, ৩একরের বেশি জমিতে তার মাছের ঘের ও মুরগীর খামার রয়েছে। টানা বর্ষণে কয়েকটি পুকুর তলিয়ে গেছে। তিনি মাছের ঘেরে কৈ মাছ চাষ করছেন। ঘের তলিয়ে গেলে মাছ হেঁটে অন্যত্র চলে যাবে। তাই রাতভর সজাগ থেকে ঘের পাহারা দিতে হচ্ছে। নতুন করে মাটি কেটে পুকুরপাড়ের উচ্চতা বাড়াতে হচ্ছে এবং জাল দিয়ে মাছ রক্ষা করতে হচ্ছে।
সরেজমিনে কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জনপদ বাউফলে প্রতিবছর প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ করা হয়। সেই লক্ষ্যে আগে বীজ তৈরি করতে হয়। গত একমাস ধরেই বৃষ্টি হচ্ছে। অনেক কষ্ট করে বীজতলা তৈরি করে বীজ বপন করেছেন কৃষক। কিন্তু গত চার দিনের ভারি বর্ষণে ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
এবছর আমনের বীজ সকংট দেখা দেয়ার অশংকায় রয়েছে সকল কৃষকের। ইতি মধ্যে ৫০ভাগের বেশি বীজের ক্ষতি সাধিত হয়েছে বলেও জানিয়েছেন ওই কৃষক।
এভাবে আরো কয়েকদিন বৃষ্টি চলতে থাকলে শতভাগ বীজতলা ক্ষতির সম্মুখিন হবে বলেও অশংকা করছেন তারা।
এছারাও পানিবন্দি হয়ে পরেছেন অন্তত ২শতাধিক পরিবার। তবে জলাবদ্ধতার কারণেই এই বন্দি অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় খাল ও নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ফুট পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কিছু কিছু জায়গা তলিয়ে গেছে চলাচলের রাস্তা, কোথাও তৈরি হয়েছে ভাঙনের।
তবে স্থানীয়রা সেচ্ছশ্রমের মাধ্যমে রাস্তাগুলো মেরামত করে যাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন জানান, গত কয়েকদিনের ভারি বর্ষণে উপজেলার কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বৃষ্টির পানি সম্পূর্ণ না কমলে ক্ষতির পরিমাণ সঠিক ভাবে বলা সম্ভব না। তবে বীজতলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছর আমনের বীজে ব্যাপক সংকট দেখা দিতে পারে বলেও জানান তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান ঝান্টা বলেন, বৃষ্টি এখনও চলমান থাকায় আমরা ক্ষতির পরিমাণ সঠিক ভাবে বলতে পারবো না। ক্ষতিতো অবশ্যই হয়েছে। অনেক মৎস্য চাষী আমাদেরকে ক্ষতির বিষয়ে ফোনে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, উপজেলার চরাঞ্চলীয় ইউনিয়ন চন্দ্রদ্বীপ, কালাইয়া, কেশবপুর, ধুলিয়া, কাছিপাড়া, নওমালা ও বগাসহ ৮টি ইউনিয়নের ফসলী জমি, বীজতলা, গাছপালা ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও ক্ষতির পরিমাণ সম্পূর্ণ নিরুপন করা সম্ভব হয়নি। বৃষ্টি থামলে আমরা ক্ষতির পরিমাণ তুলে ধরতে পারবো এবং
ক্ষতি নিরুপনের পর আমাদের ত্রান তৎপরতা চালু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION