পরিমল বিশ্বাস, সোনারগাঁও : সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বির্নিমানে জনআঙ্কার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গণঅধিকার পরিষদের।
শনিবার বিকেলে পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় নুরুল হক নুর বলেন, স্বাধীনতার পর থেকে এদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। ক্ষমতায় আসা প্রতিটি দল রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করেছে, লুটপাট করেছে এবং জনগণকে জিম্মি করে রেখেছে। তিনি বলেন, “আমরা গত ৩৩ বছর ধরে এ ধরণের দখলবাজ, চাঁদাবাজ ও স্বৈরাচারী শাসন দেখেছি। এ ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। আসুন, আমরা নতুন রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলি, যেখানে কোনো ফ্যাসিবাদের ঠাঁই থাকবে না।
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে আমরা বিজয় অর্জন করেছি, তবে অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে দেশ কার্যকরভাবে চলতে পারবে না, তাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে।”
বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে নুরুল হক নুর বলেন, “গত ছয় মাসে সরকার অনেক ক্ষেত্রেই আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে সরকার কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। আমরা সরকারকে কিছুটা সময় দিতে চাই, কিন্তু তাদের দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বিমান ভাড়া হ্রাসে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে উল্লেখ করে নুরুল হক নুর বলেন, “জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে হবে, নাহলে এই অভ্যুত্থান ব্যর্থ হবে। আমাদের নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে, কারণ দেশের মানুষ নতুন নেতৃত্ব বরণ করতে প্রস্তুত।”
সোনারগাঁ গণঅধিকার পরিষদের সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কীর সভাপতিত্বে এবং সোনারগাঁ শাখার সদস্য সচিব একেএম সাইদুজ্জামান ও পৌরসভা গণঅধিকার পরিষদের নেতা উলফাত কবির মাস্টারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সাধারণ সম্পাদক কাউসার আলী, উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মুন্না, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার আরিফ হোসেন প্রমুখ।
Leave a Reply