স্টাফ রিপোর্টার : ভারতের মহারাস্ট্রে হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী (সঃ) এর শানে কটুক্তির প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্তর সংলগ্ন সড়কে সর্বস্তরের তৌহিদী জনতার প্রচারনায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজর করে উলামা ও আইম্মা পরিষদ কোটালীপাড়া।
এর আগে ব্যানার ফেষ্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধীক ধর্মপ্রান মুসলিম জনতা আসতে থাকে সমাবেশ স্থলে।
শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে উপজেলা চত্তর সহ আশপাশের এলাকা। প্রায় দুই ঘন্টা যাবৎ স্থায়ী এ সমাবেশ চলাকালে সড়কে যান চলাচল ছিলো সাভাবিক। বিক্ষোভ শেষে দ্বাহ করা হয় কটুক্তিকারীর কুশ পুত্তলিকা।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা- নাছির উদ্দিন, আব্দুল কুদ্দুস, আনসার উদ্দিন, মেহেদী হাসান, মর্তুজা হাসান, সুয়াইব ইব্রাহিম, মাসুদুর রহমান, হাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক, সাফায়াত হোসেন, রফিকুল ইসলাম, মাহামুদুল হাসান, বশির আহমেদ, মুঞ্জুরুল হক, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারন সম্পাদক আবুল বাশার হাওলাদার।
এ সময়- বিভিন্ন মাদরাসার শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন এলাকা থেকে আগত তৌহিদী মুসলিম জনতা সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply