স্টাফ রিপোর্টার : বছর ঘুরে আবার এলো দূর্গা মা কে বরণ করে নেওয়ার ক্ষন। তাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি। ইতি মধ্যে শেষ হয়েছে মন্ডপে মন্ডপে দূর্গা নির্মাণের কাজ। রং বেরংয়ের সাজে সাজানো হয়েছে দূর্গা মা কে।
আগামী ৯ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল পূজার আনুষ্ঠানিকতা। ভক্তরা অপেক্ষায় রয়েছে আরাধনার মধ্য দিয়ে দশভূজা দূর্গতীনাশীনীকে বরণ করে নেওয়ার জন্য।
সাদুল্লাপুর, কলাবাড়ী, রামশীল, রাধাগঞ্জ, কান্দি ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এই চিত্র। দূর্গা উৎসবকে ঘিরে ঘরে ঘরে চলছে মুড়কী মুড়ি, পিঠা পুলি তৈরির কাজ। অতিথি আপ্যায়নের লক্ষে সংসার গোছানের কাজে ব্যাস্ত রয়েছেন রমনীরা। পুরুষরা ব্যাস্ত রয়েছেন হাট-বাজার নিয়ে। কেহ কেহ ব্যাস্ত রয়েছেন নতুন পোশাকের কেনা কাটায়। এ সারিতে বড়দের চাইতে শিশুদের আবদার বেশী। বড় উৎসবকে ঘিরে পুরো উপজেলা জুড়ে চলছে সাজ সাজ রব। আবাল-বৃদ্ধ-বনিতা সকলের মধ্যে বইছে আনন্দের হাওয়া। এতো আনন্দের মাঝেও ভক্তদের মনে দেখা দিয়েছে হতাশার ছাপ। কারন বিগত বছর গুলোর মতো করা যাবেনা নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান। শংকা রয়েছে অনাকাঙ্খিত ঘটনা ঘটে যাওয়ার।
অতি রঞ্জিত কিছুই করা যাবে না- এমনটাই নির্দেশনা রয়েছে কেন্দ্রের বলে এই প্রতিবেদক কে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস। তিনি আরো বলেন- এ বছর অত্র উপজেলায় ৩২২ টি মন্ডপে ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে, উপজেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে, সরকারী সহযোগীতা রয়েছে অব্যাহত, অদ্যবধি উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
Leave a Reply