কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জে পিঠে থাকা মাহুতকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মেরে ফেলেছে একটি হাতি। মাহুতর সহকারীর ভাষ্য, নিয়ন্ত্রণ করতে না পারায় হাতটি এমন ঘটনা ঘটিয়েছে।
মঙ্গলবার সকালে জেলার কোটালিপাড়া উপজেলার হিরোন ইউনিয়নের পোরসাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহুতর নাম নজরুল ইসলাম। তবে তার ঠিকানা বিস্তারিত জানা যায়নি।
কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, একটি স্কুলে হাতিটি নিয়ে রাত যাপন করেন নজরুল। সকালে হাতি নিয়ে গ্রামের একটি বাড়িতে যান তিনি। এসময় একটি টিফিন বাটি তুলতে নেয় হাতিটি। নজরুল বাঁধা দিতে হাতির মাথায় আঘাত করলে প্রাণীটি ক্ষিপ্ত হয়ে পিঠ থেকে শুঁড় দিয়ে টেনে নামিয়ে পা চাপা দিয়ে হত্যা করে। পরে মাহুতর সহকারী হাতি নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় প্রশাসনসহ বন বিভাগের কর্মকর্তারা তাকে আটক করে।
ওসি জানান, হাতিটি নিজেদের হেফাজতে নিতে গাজীপুর থেকে বনবিভাগের একটি দল গোপালগঞ্জের দিকে রওনা হয়েছে।
Leave a Reply