বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মোসাঃ তামান্না আক্তার (১৫) ও তার বোন তারিমা আক্তার (১৪) নামে নবম শ্রেণির দুই স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করেছে স্থানীয় মাদকাসক্ত বখাটে সৌরভ হাওলাদার ও তার এক সহযোগী।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের চামটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত স্কুলছাত্রীদের ঘটনার পর প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।তামান্না আক্তার ও তার বোন তারিমা আক্তার চামটা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। তারা চামটা গ্রামের ব্যবসায়ী মোঃ আজিজুর রহমানের মেয়ে। বখাটে সৌরভ হাওলাদার একই গ্রামের অরুন হাওলাদারের ছেলে।
আহত স্কুল ছাত্রীর পিতা মোঃ আজিজুর রহমান জানান, বখাটে সৌরভ হাওলাদার দীর্ঘদিন ধরে তার মেয়েকে স্কুলে যাওয়া আশার পথে বিভিন্নভাবে ডিস্টার্ব করত ও কুপ্রস্তাব দিত।এতে সে রাজি না হলে বুধবার দুপুরে নিজ বাড়ির সামনে বসে পূর্ব পরিকল্পিতভাবে তার তার সহযোগীদের নিয়ে শ্লীলতাহানী ও ছুরিকাঘাত করে আহত করে। এ সময় তাকে বাঁচাতে গেলে বখাটে সৌরভ ও তার ভাই শওকত তার ছোট মেয়ে তারিমা আক্তারকেও পিঠিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাদের ডাকচিৎকার শুনে এসে উদ্ধার করেন।
এ ঘটনায় জড়িত বখাটে সৌরভ ও তার ভাই শওকতকে গ্রেপ্তারের দাবিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন ক্ষোভে ফুঁসে উঠেছে। তাদের এ ক্ষোভ যে কোন সময় বিক্ষোভে রূপ নিতে পারে।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক জানান, তামান্না এখন শঙ্কামুক্ত। তার ছোট বোন তারিমা আক্তারের কানে ও মাথায় আঘাত লাগায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় মৌখিকভাবে অভিযোগ জানতে পেরেছি। আহতদের পক্ষে লিখিত ভাবে কোন অভিযোগ পেলে তদন্তে করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply