স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানিক চন্দ্র শীল নামক এক সংখ্যালঘুর জায়গা জমি জবর দখলের পায়তারা চালাচ্ছে ইব্রাহিম খান, রেয়াজুল শেখ, আসাদুল শেখ, রিয়ন শেখ সহ একটি প্রভাবশালী মহল।
গত শনিবার সকালে উপজেলার বান্ধাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মানিক চন্দ্র শীল বাদী হয়ে চার জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার যতীন্দ্র নাথ শীলের ছেলে উজ্জল শীলের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে মানিক শীলের পরিবারে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছিলো।
মানিক শীল, নারায়ন শীল, সুইট শীল, সাংবাদিকদের বলেন- যতীন শীল ১৯৭৪ সালে ২০৫২ নং দলিল মূলে আমাদের কাছে জমি বিক্রি করে, সেই থেকে আমরা ভোগ দখল করে আসছি, জায়গা নিয় আমাদের বিবাদ উজ্জ্বলের সাথে, আদালতের রায়ে উক্ত জমি হয় আমরা পাব না হয় উজ্জ্বল পাবে।
ইব্রাহিম রেয়াজুল আসাদুল রিয়নরা লোকজন নিয়ে জমিতে কাজ করার নামে জোরপূর্বক দখল করতে আসে, হুমকি ধামকি দেয়, আমরা অসহায় সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।
প্রতিবেশী আইয়ুব আলী গাজী জানান- ছোট বেলা থেকে দেখতেছি উক্ত জমি মানিকরা ভোগ দখল করে।
রেয়াজুল শেখ জানান- ইব্রাহিম খান দলিল মূলে জমি দাবি করে, সে উজ্জলের কাছ থেকে কিনেছে, আমরা কেহ জমির কাছে যাইনি, ইব্রাহিমের ভাই আলামিন ও মাসুদ কাজের বদলা সহ গিয়েছিল।
আলামিন খান বলেন- কাজ করার লক্ষ্যে বদলা নিয়ে আমি রেয়াজুল ও মাসুদ গিয়েছিলাম, জমি দখলের উদ্দেশ্যে নয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন- জায়গা জমি সংক্রান্ত ব্যাপার আদালত দেখবে।
Leave a Reply