কহিনুর বেগম, পটুয়াখালী : কলাপাড়ায় প্রতিবন্ধী, অসহায়, বন্যাদুর্গত, নদী ভাংগনের শিকার না হলেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের দেয়া সাড়ে ৭ লক্ষ বরাদ্দের টাকা পেলেন দ্বায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর ১২৩ জন অনুসারী ব্যক্তি। ১১৪ পটুয়াখালী ৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য দ্বায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের স্বেচ্ছাধীন তহবিল হতে ওই টাকা প্রদান করা হয়েছে।
বরাদ্ধকৃতদের তালিকায় রয়েছেন প্রতিমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ তার নিবার্চনী আসন কলাপাড়া ও রাংগাবালী উপজেলার আস্থাভাজন দলীয় নেতাকর্মী। তালিকায় রয়েছে প্রতিমন্ত্রীর আস্থাভাজন ১০ জন গনমাধ্যমকর্মীসহ পটুয়াখালীর কলাপাড়া ও রাংগাবালীর অনেক উপজেলা ও ইউনিয়ন আ.লীগ ও অংগ সংগঠনের নেতাদের স্ত্রী ও কন্যাদের নাম।
১ জুন ২০২৪ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উপ সচিব (সেবা) অসীম চন্দ্র বনিক স্বাক্ষরিত তালিকায় দেখা যায়, তালিকার ১২৩ ব্যক্তির কারো নামে ৫ হাজার আবার কারো নামে ১০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। তালিকায় প্রতিমন্ত্রীর দপ্তরের মামুনুর রশিদ, মোশারফ হোসেন শরীফ, শফিউল আলম ও রবিউল ইসলামের নাম রয়েছে। এছাড়াও কলপাড়া ও রাংগাবালী উপজেলা ও ইউনিয়ন আ. লীগসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক দলের নেতাদের নাম রয়েছে। তবে সবচেয়ে বেশি বরাদ্ধ দেয়া হয়েছে প্রতিমন্ত্রীর নিজ এলাকা ধুলাস্বরের ব্যক্তিদের নামে।
তালিকায় রয়েছে কুয়াকাটা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুয়াকাটা প্রেসক্লাবের কার্যকরী সদস্য অনন্ত মুখার্জি, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হোটেল ওয়ান স্টারের মালিক মাহবুব আকন, প্রতিমন্ত্রীর স্থানীয় প্রতিনিধি মহিবুল্লাহ পাটোয়ারী, ধুলাসার ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজি, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি প্রার্থী রইসুল ইসলাম শিবলু, ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোদাচ্ছের হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়াামী লীগের সহ-সভাপতি ও সাবেক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর তোফায়েল আহমেদ তপু, আলীপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ফকির, আজাহার খলিফাসহ তালিকায় বেশীরভাগ ব্যক্তিই সুস্থ-সচ্ছল ও প্রভাবশালী আ’লীগ নেতা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গনমাধ্যমকর্মী জানান, তালিকায় নাম থাকার বিষয়টি তারা জানেননা। তবে বেশ কয়েকজন টাকা উত্তোলনের কথা স্বীকার করেছেন।
বরাদ্ধ তালিকায় নাম থাকা কয়েকজনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও পরিচয় পাওয়ার পর ফোন কেটে দিলে তাদের বক্তব্য নেয়া যায়নি। তবে প্রতিমন্ত্রীর স্থানীয় প্রতিনিধি মহিবুল্লাহ পাটোয়ারী বলেন, প্রতিমন্ত্রী বিভিন্ন সময়ে তার নেতাকর্মীদের নামে খামে করে টাকা পাঠাতেন। সেভাবে আমিও অনেক সময় পেয়েছি। তবে এই নাম কীভাবে যুক্ত করা হয়েছে সেটা আমার জানা নেই।
এবিষয়ে কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী ফারুক বলেন, আ.লীগ যে অপশাসনের মাধ্যমে লুটপাট করেছে এটি তারই প্রতিচ্ছবি। গরীবের টাকা দলীয় নেতাকর্মসহ অনুগত গনমাধ্যমকর্মীদের বিতরন করছেন তা ক্ষমতা ও রাষ্ট্রের অর্থ অপব্যহার। রাস্ট্রের উচিত যারা এ টাকা নিয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে দরিদ্র আসহায়দের মাঝে বিতরন করা।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকতা রবিউল ইসলাম জানান, প্রতিমন্ত্রী তালিকা দিয়েছেন। মন্ত্রানালয় টাকা বরাদ্ব করেছে। আমার দপ্তর নির্দেশনা পালন করেছে। তিনি আরো বলেন, তালিকায় থাকা অধিকাংশ ব্যক্তিই নামের বিপরীতে বরাদ্দের টাকা গ্রহন করেছেন। যারা টাকা গ্রহন করেননি তাদের ফোন নম্বর না থাকায় টাকা প্রদান করা যায়নি। তবে তারা যোগাযোগ করলে টাকা পেয়ে যাবেন।
Leave a Reply