গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় করা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারদের মধ্যে একজন এজাহারভুক্ত এবং তিনজন অজ্ঞাত আসামি।
এর আগে গত ২৭ আগস্ট গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফ আমিনুল হক লাচ্চুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সৈয়দ ফজলুর রহমান।
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের এজাহারভুক্ত আসামি রাকিব হোসেন (৬৩), একই উপজেলার বোয়ালিয়া গ্রামের অজ্ঞাত আসামি মো. লিমন শেখ (২৬), একই গ্রামের মেহেদী হাসান শেখ (১৮) এবং গোপীনাথপুর গ্রামের মো. আশরাফুল হক (৩৫)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হারুন-অর-রশীদ জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট সশস্ত্র বিক্ষোভ করে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী। বিক্ষোভ চলাকালে হামলা চালিয়ে সেনাসদস্যদের মারপিট, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ২টি অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখসহ ৩ হাজার ২০০ জনকে আসামি করে গত ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম।
Leave a Reply