কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলায় আনসার সদস্যদের চাকুরী জাতীয়করনের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আনসার ব্যটালিয়ান সদস্যরা।
শনিবার সকাল ১০ টার সময় পটুয়াখালী ঝাউতলা শহীদ মিনার প্রাঙ্গনে জেলায় কর্মরত আনসার সদস্যরা সমাবেশে মিলিত হয়।
সমাবেশ শেষে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনের আয়োজন করে তাদের চাকরী জাতীয়করনের দাবীতে বিভিন্ন শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে আনসার ব্যটালিয়ান সদস্যরা।
পরে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে ও মানববন্ধনে আনসার সদস্যদের চাকুরী জাতীয়করনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা আনসার বাহিনীর পিসি মো. রফিক, পিসি মো. নাসির উদ্দিন, এপিসি প্রনয় মন্ডল, এপিসি মো. মশিউর, এপিসি আঃ সোবাহান এক দফা এক দাবী আমাদের চাকুরী জাতীয় করন করতে হবে বলে জানান তারা।
Leave a Reply