স্টাফ রিপোর্টার : ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আহত এবং নিহত সকল শহীদদের স্মরণে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নাদের আলী মিয়া।
এ সময় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ সভাপতি- মুজিবুর রহমান হাওলাদার, এইচএম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমীন খান, যুবলীগ সাধারণ সম্পাদক বাবুল হাজরা, আমতলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাফিজুর রহমান, কুশলা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জামাল শেখ।
এ সময় অন্যদের মধ্যে- যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আমিনুজ্জামান খান মিলন, আওয়ামীলীগ নেতা- কবিরুল ইসলাম রুনি, মাজাহারুল ইসলাম পান্না, নাসির উদ্দিন তালুকদার, ইস্রাফিল শেখ, টুটুল শেখ, মিজানুর রহমান তাজ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, শ্রমিকলীগ সভাপতি রফিকুল ইসলাম তালুকদার সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply