গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শোক র্যালি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল এবং ছাত্রদল। গত ১৫ বছরে নেতা কর্মী গুম-খুন-যখম, লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা এবং সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ শোক র্যালি বের হয়।
বুধবার দুপুরে শহরের বিসিক এলাকা থেকে শোক র্যালিটি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাজার-হাজার মানুষকে হত্যা ও জখমের সরাসরি নের্দেশদাতা স্বৈরাচারী হাসিনাসহ তার দানবীয় বাহিনীর বিচারের দাবতি শহরের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা যুব দল।
বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বার কাউন্সিলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তরা শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সকল হত্যাকান্ড ও অপকর্মের শাস্তির দাবী জানান।
শোক র্যালি ও বিক্ষোভ মিছিলে বিএনপি ও তার সহযোগি সকল সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন।
Leave a Reply