এস.এম দুর্জয়, গাজীপুর : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে শ্রীপুরে বিএনপি’র মানববন্ধন হয়েছে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা।
রোববার (১৮ আগস্ট) বিকেলে শ্রীপুর পৌর এলাকার ১নং সিএন্ডবি বাজারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী।
শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সি:যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন, বিএনপি নেতা তাজুল ইসলাম,আবু ফজলে মিলিটারী,পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন আকন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন বক্তারা বলেন, বিগত সরকার ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে।বর্তমান ছাত্রজনতা ও গণ-অভু্যত্থানের ফসল এই সরকারের কাছে ন্যায়বিচার আশা করছেন তারা।বিএনপির নেতৃবৃন্দরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নি:শর্ত মুক্তির দাবি জানান।
Leave a Reply