স্টাফ রিপোর্টার : সারাদেশে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক নির্যাতন হামলা মন্দির বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এবং হিন্দুদের অস্তিত্ব রক্ষা ও আট দফা দাবী বাস্তবায়নের লক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ আয়োজন করে সম্মিলিত সংগ্রামী সনাতনী সমাজ।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতনি ধর্মাবলম্বীরা মিছিল সহকারে জড়ো হতে থাকে সমাবেশ স্থলে। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে উপজেলা চত্বর সহ চারপাশ।
অন্যদিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভকারীদের দাবীদাওয়া আদায়ের লক্ষে এ সমাবেশ ও মানব বন্ধনের প্রতি সমর্থন জানান।
এ সময় অন্যদের মধ্যে – উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি কৃষ্ণ প্রসাদ মজুমদার,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধূরী, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, সাবেক ইউপি সদস্য শান্তিলতা বাড়ৈ সহ ছাত্র শিক্ষক জনতা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply