রাজৈর প্রতিনিধি : শেখ হাসিনাকে দেশে ফিরে আনার দাবিতে মাদারীপুরের রাজৈরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। রোববার বিকালে উপজেলার টেকেরহাট বন্দরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টা বাজতেই টেকেরহাট ও তার আশপাশের আওয়ামী লীগের লোকজন টেকেরহাট বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকেন। পরে বিকাল ৪টার সময় বিক্ষোভ মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়ক ও টেকেরহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শত শত লোক বিক্ষোভ মিছিলে যোগ দেন।
বিক্ষোভ মিছিল শেষে টেকেরহাট বাসস্ট্যান্ড গোল চত্বরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাগর আহম্মেদ উজীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাম খন্দকার, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক কাজী আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন খান, উপজেলা মেম্বর ফোরামের সাধারণ সম্পাদক আরিফ শেখ প্রমুখ।
Leave a Reply