স্টাফ রিপোর্টার : সারাদেশে নৈরাজ্য ও জঙ্গীবাদের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালিপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় চত্বরে এক সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
সমাবেশে বক্তব্য রাখেন – উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এইচ এম অহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন সেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, আওয়ামীলীগ নেতা – জাহাঙ্গীর হেসেন খান, মাজাহারুল আলম পান্না, আতিকুজ্জামান বাদল, মিজানুর রহমান তাজ বুলবুল, ফরমান সেখ, টুটুল সেখ, বাচ্চু হাজরা, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, স্বেচ্চা সেবকলীগ সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, যুবলীগ সভাপতি ফজলুর রহমান দিপু, সাবেক ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান মুন সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মু্ক্তিযোদ্ধা প্রজন্ম, ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থীত ছিলেন।
Leave a Reply