স্টাফ রিপোর্টার : দেশ ব্যাপী কোটা আন্দোলনের নামে ভাংচুর, নৈরাজ্য সৃষ্টি, অগ্নি সন্ত্রাস, মুক্তিযোদ্ধা, ও মাননীয় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
এ উপলক্ষে আজ বেলা ১১ টায় এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগার।
এ সময় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, তৈয়াবুর রহমান সরদার, আবুল কালাম দাড়িয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম পলাশ সরদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা প্রজন্ম হাজী কামাল হোসেন শেখ, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোল্লা, আলিউজ্জামান শেখ, মতিয়ার রহমান শেখ, সদানন্দ গাঙ্গুলী, সুধা রঞ্জন রায়, মান্নান শেখ, আলাউদ্দিন তালুকদার, আব্দুর রাজ্জাক শেখ, সালাম মোল্লা, বাদশা মিয়া তালুতদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম – শাহ আলম মিয়া, রফিকুল ইসলাম তালুকদার, শামসুল হক শেখ, হাসান মোল্লা প্রমূখ।
Leave a Reply