বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে ” ভরবো মাছে মোদের দেশ – পড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্যযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিক এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম মল্লিক, মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়নের জেলে ও মৎস্য চাষিরা প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমারা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে। তা নাহলে একসময় দেশী মাছ বিলুপ্ত হয়ে যাবে।
আলোচনা সভা শেষে জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয় এবং এক জন ঝিনুক চাষিকে ও এক জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশী মাছ অবমুক্ত করেন বরিশাল ৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক এমপি।
Leave a Reply