মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর বাজারে বন্ধণ সমাজ উন্নয়ন নামের এক হাই হাই এনজিও অসহায় মানুষের সাথে মোটা অংকের টাকা ঋণ দেওয়ার লোভ দেখিয়ে আনুঃ ৫ লাখ টাকা হাতিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে জানা গেছে, হরিশপুর বাজারে ব্যবসায়ী বাদশা বুলবুলের ঘর মৌখিক চুক্তিতে ভাড়া নেওয়ার কথা বলে তিন প্রতারক বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থা এনজিও’র নাম করে শ্রীধরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে অসহায় মানুষদের ঋণ দেওয়ার লোভ দেখিয়ে আনুঃ ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে।
এমনই এক ভুক্তভোগী কচুয়া গ্রামের সমরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস জানান, ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১৬ হাজার টাকা সঞ্চয় জমা নিয়েছে তিন প্রতারক। ৯ জুলাই মঙ্গলবারে আমাকে ঋণ দেওয়ার কথা কিন্তু ৭ জুলাই রবিবারে দেখি তাদের সাইনবোর্ডও নেই তাদের একটা মোবাইল নম্বর তাও বন্ধ, আমি এখন পড়েছি চরম বিপদে।
এমনই আর এক ভুক্তভোগী হরিশপুর গ্রামের ওসমান ফকিরের ছেলে রবিউল ইসলাম একই কথা জানিয়ে বলেন, শুধু আমি নই, এই ইউনিয়নের কামকুল, কোদলা, পুড়াখালী, রাঙ্গারহাট দেয়াপাড়াসহ বিভিন্ন গ্রামের অসহায় মানুষদের মোটা অংকের টাকা ঋণ দেওয়ার কথা বলে ৪/৫ লাখ টাকা নিয়ে পালিয়েছে ওই তিন প্রতারক। আমাদের কাছে কোন ডকুমেন্টও নেই যে কারো কাছে বিচার চাইবো।
এ ব্যাপারে হরিশপুর বাজারের ব্যবসায়ী বাদশা বুলবুল বলেন, আমার সাথে ঘরভাড়া মৌখিক চুক্তি হয়েছিল, কিন্তু মঙ্গলবার লিখিত ডিড করে ঘরে তারা উঠবে এর মধ্যে এনজিও’র অফিস উদ্বোধনের প্রচারের কথা বলেছিলো ওই তিনজন। কিন্তু প্রচার করতে গিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাবে এটা আমি জানিনা, তবে তাদের একটাই মোবাইল নম্বর আমার কাছে আছে তা বন্ধ, তাদের পাওয়া যাচ্ছেনা।
এবিষয়ে কথা বলার জন্য প্রতারকদের দেওয়া মোবাইল ফোন করলে বন্ধ পাওয়া গেছে। মোবাইল নম্বর আইকনে ইব্রাহিম বেপারী নামে একজনের নাম ছবি পাওয়া গেছে।
এব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, এমন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Leave a Reply