নারায়ণগঞ্জ থেকে আনিছুর রহমান আনিছ,
মহান বিজয় দিবস। বাঙ্গালী জাতীর সর্ব শ্রেষ্ঠ দিন। বহু সংগ্রাম, তাজা রক্ত, অনেক তাজা প্রাণ, মা-বোনদের সম্ভ্রমহানী এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে বাঙ্গালী জাতি লাভ করে তাদের প্রিয় স্বাধীনতা। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় মহান বিজয় দিবস। বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পতাকা উত্তোলন, ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা করা হয়। পর্যায়ক্রমে উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শহীদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮ টায় প্রধান অতিথি হিসেবে মাননীয় পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক এর উপস্থিতিতে, এবং শাহ নুসরাত জাহান উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে, বেলা ১০ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধ পবিবারবর্গের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, সহকারী ভূমি কর্মকর্তা আফিফা খান,উপজেলা ভারপ্রাপ্ত মুক্তি যুদ্ধা কমান্ডার আমানউল্লাহ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা ভাইরাস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল ,উপজেলা ভাইরাস চেয়ারম্যান সৈয়দ ফেরদৌসী আলম নীলা,ভিপি মনির প্রমূখ।
Leave a Reply