গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব,
সরকারি বে-সরকারি পর্যায়ে আলোচনাসভাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে গতকাল সোমবার বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দ মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইয়েদ মোঃ আমরুল্লাহ, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল প্রমুখ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বিকেল ৪টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম, উপজেলা যুব লীগের সভাপতি মোঃ আনিচুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুব লীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্র লীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠি হয়।
Leave a Reply