ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধ, মুড়ি খাদ্যসামগ্রী বিতরণ করেন করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে সদর উপজেলার ৩৫০টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ আবু বক্কর সিদ্দিক, এসময় জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও জেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান জানান প্রতিবছরের ন্যায় এ বছরও জেলা পরিষদের পক্ষ থেকে গাইবান্ধায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।
Leave a Reply