মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ৬ বোতল ফেনসিডিলসহ মোঃ রবিউল ইসলাম(৩৮), নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় উপজেলা নওয়াপাড়া গরুহাট এলাকা থেকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদক ব্যবসায়ী রবিউল দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী ও এএসআই শিলনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নওয়াপাড়া গরুহাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলামকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী রবিউল উপজেলার নওয়াপাড়া পৌসভার ৫ নং ওয়ার্ডের বুইকরা গরুহাট এলাকার বাসিন্দা।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, ৬ পিস ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply