স্টাফ রিপোর্টার : দুয়ারে কড়া নাড়ছে খুশির ঈদ। আর এই ঈদ-উল ফিতরকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমে উঠেছে কেনা কাটা। রমজানের শেষ প্রান্তে এসে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচা-কেনায় ব্যাস্ত সময় পার করেেছন ক্রেতা-বিক্রেতা।
ঘাঘর বাজার, পৌর কিচেন মার্কেট, রাধাগঞ্জ রাজার, কুশলা বাজার, চৌধুরীর হাট বাজার, সিকির বাজার, ওয়াপদার হাট বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এ চিত্র।
নতুন পোশাক, জুতা-স্যান্ডেল, প্রসাধনী এর পাশাপাশি কেহ কেহ সেরে নিচ্ছেন শেষ সময়ের সাংসারিক নিত্য পন্য ও আসবাব পত্রের কেনা কাটা।
এবারের ঈদে শিশুদের সাজসজ্জার পাশাপাশি বেড়েছে কিশোর-কিশোরী সহ সব শ্রেনীর পোশাকের চাহিদা। এ কাতারে- লেহেঙ্গা, বেনারশি, জরজেট, পদ্মশ্রী, ছাপা শাড়ী, সারারা স্কাট, জিম কাট, থ্রি পিস, টাঙ্গাইলের তাঁতের শাড়ী-লুঙ্গি, প্যান্ট-শার্ট উল্লেখযোগ্য। পুরুষের ছাপা ও সিকুয়েন্স পাঞ্জাবীর চাহিদাও বেড়েছে পাল্লাদিয়ে বলে জানিয়েছেন একাধিক বিক্রেতা। তবে চড়া মূল্যের কারনে বেচা বিক্রি কমেছে স্বর্ণালঙ্কারের দোকানে।
কাইয়ুম হাওলাদার, পলাশ মধু, মিঠু মোল্লা, বাবু মোল্লা, সোহেল হাওলাদার, সঞ্জয় কর্মকার, প্রফুল্ল বাড়ৈ, সন্দিপ দাস, সাইদ শেখ সহ একাধিক ব্যবসায়ী এই প্রতিবেদককে জানান- দ্রব্য মূল্যের উর্ধগতির কারনে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, পারিবারিক নিত্য দৈনন্দিন প্রয়োজন মেটাতেই হিমশিম খেতে হচ্ছে সকলকে, মানুষের হাতে রয়েছে টানাটানি, আশানুরুপ বেচা কেনা নেই। বছর শেষে লোকশানের আশংকা ব্যাক্ত করেছেন তারা।
Leave a Reply