স্টাফ রিপোর্টার : সরকার নির্ধারিত মূল্যে পন্য ক্রয় বিক্রয় করার মাধ্যমে নিত্য পন্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালেক্টর বাজার এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার পৌর কিচেন মার্কেট সহ সিকির বাজার ও ওয়াপদার হাট বাজারেও এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এর সভাপতিত্বে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায়, কোটালীপাড়া পৌরসভার সহযোগীতায় উক্ত কার্যক্রম বাস্তবায়ন করবে উপজেলা প্রশাসন কোটালীপাড়া।
মাছ মাংশ চাল ডাল তৈল সহ সব ধরনের নিত্য পন্যের বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে না আসা পর্যন্ত এ কালেক্টর বাজারের কার্যক্রম চলবে বলে জানাগেছে উপজেলা প্রশাসন সূত্রে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, অফিসার ইনচার্জ ফিরোজ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, প্রাণি সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার বিশ্বাস, সিএ রোমান শিকদার, শিক্ষক হাবিবুর রহমান মুকুল সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রোভার স্কাউট ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
Leave a Reply