শহরের একটি মধ্যম সারীর বিপনী বিতানে কেনাকাটায় ও একাধিক মহিলার সাথে ঈদ প্রস্তুতি,ঈদ বাজার বিষয়ে কথা বলে জানা গেছে, ঈদ কেনাকাটায় কেবল মাত্র নতুন জামা কাপড়, শাড়ী প্রসাধনীই শেষ কথা নয়, ঘর গৃহস্থালী, ঘর গোছানো,রান্না বান্না, ইলেকট্রনিক্স সামগ্রী যা পুরুষদের পক্ষে কেনাকাটা করা কষ্টসাধ্য কারন রান্নাঘর ও আসবাব পত্রের বিষয়ে মহিলাদের জানা বেশী নওয়াপাড়া বাজার সংলগ্ন ফুটপথ, ইনস্টিটিউট মাঠে যেন ঈদ বাজারের উপস্থিতি জানান দিচ্ছে। কেবল নতুন পোশাকই ঈদ প্রস্তুতিতে তা নয় ইলেকট্রনিক্স দোকান গুলোতে বেড়েছে বিক্রি,ঘর সংসার গোছানো ও ঈদ প্রস্তুতির যেন অন্যতম অংশ আর তাই ফার্ণিচারের শোরুম গুলোতেও উপচে পড়া ভিড়, নতুন পোষাকের সাথে চাই ম্যাচিং স্যান্ডেল, শহরের জুতার শো রুম গুলোতে তাই ভিড় যেন কমতে চাইছে না,প্রসাধনী বাজার ও অতি জমজমাট,প্রতিষ্ঠিত কসমেটিকস্ এর দোকানের পাশাপাশি বড় বাজার বিস্তীর্ন সড়কে বসেছে ভ্রাম্যমান কসমেটিকস ও প্রসাধনীর সমাহার, মহিলা হতে শুরু করে সব শ্রেনির ক্রেতাদের লক্ষ বস্তুতে পরিনত হয়েছে প্রসাধনী মার্কেট। তৈরী পোশাক শ্রমিকরা ঈদ বাজারে তাদের ব্যস্ততার সামান্যতম ফাঁক নেই। বিগত দিন গুলোতে দর্জিরা অলস সময় কাটালেও বর্তমান তাদের সময় নেই। সরেজমিনে ঘুরে দেখা গেছে দর্জিরা নতুন কোন অর্ডার নিতে চাইছে না।
শহরের বস্ত্রবিতান গুলোতে বাহারী পাঞ্জাবীর ব্যাপক উপস্থিতি থাকলেও দর্জিদের দারস্থ হচ্ছে সৌখিন পাঞ্জাবী পরিধান কারীরা। মহিলাদের থ্রি পিচ সহ উঠতি বয়সের মেয়েদের একটি উল্লেখযোগ্য অংশ দর্জিদের দ্বারস্থ হচ্ছে। অপেক্ষাকৃত কম স্বচ্ছলরা। ঈদ বাজারে দরকসাকসির বিষয়টি ও প্রকাশ্যে এসেছে।
এক দোকান হতে অন্য দোকানে যেমন পছন্দের সামগ্রীর খোজে হয়রান হচ্ছে সেই সাথে মুল্য কমানোর প্রতিযোগিতা ও থেমে নেই। শুধু উপজেলার নওয়াপাড়া বাজার নয়, বিভিন্ন মফস্বলের বাজার গুলোতেও ঈদ কেনাকাটা শুরু হয়েছে। বিভিন্ন বিপনি কেন্দ্র গুলোতে ঘুরে দেখা গেছে সাধ এবং সাধ্যের ব্যবধান কম নয় এবারের ঈদ বাজারে তৈরী পোশাক, স্যান্ডেল, পাঞ্জাবী, মহিলাদের থ্রি পিচ সবই মূল্য বৃদ্ধির ঝাজে জর্জরিত। তার পরও ঈদ বলে কথা সকলের গন্তব্য কেনা কাটায়। কেউবা কম দামের আবার কেউ কেউ আকর্ষনীয় মূল্যবান পোশাক সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছেন।
Leave a Reply