কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পুর্বশুত্রুতার জেরে হোসনেয়ারা বেগম( ৩৫) শাহিদা বেগম (৪০) রাজিব (২০)নামে তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের বাউফল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার দুপুরে উপজেলা ৭নং বগা ইউনিয়নের ধাউরাভাংগা গ্রামে এঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও আহত সুত্রে জানা গেছে, উপজেলার বগা ইউনিয়নের ধাউরাভাংগা গ্রামের মজিবর ফকির সাথে তার বড় ভাই শহিদ ফকিরের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
ঘটনার দিন দুপুরে ওই বিরোধপূর্ণ জমিনিয়ে উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শহিদ ফকির তার লোকজন দিয়ে তার আপনবোন হোসনেয়া বেগম (৩৫), শাহিদা বেগম (৪০) ও ভাগিনা রাজিব (২০) এর উপর হামলা চালায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাউফল ঊপজেলা হাসাপাতালে ভর্তি করেন। এঘটনায় হোসনেয়ারা বেগম স্বামী সালাম হাওলাদার বাদী হয়ে ৬ জনকে আসামী করে বাউফল থানা অভিযোগ দায়ের করেন।
এবিষয় বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিল গাইন বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply