শাহ আলম মিয়া, কোটালীপাড়া : পর্দা নামলো, গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমতলী ইউনিয়নের উনশীয়া গ্রামে কবি সুকান্ত ভট্রাচার্যের পৈতৃক ভিটায়,কবি স্মৃতিকে অম্লান করে রাখার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও মেলা আয়োজক কমিটি আয়োজিত তিন দিন ব্যাপি ১২ তম সুকান্ত মেলার।
এ উপলক্ষে আজ রবিবার দিবাগত রাত ৮ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন -উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মুন্সি আতিয়ার রহমান।
এ সময় বক্তব্য রাখেন -উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন সেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান তাজ বুলবুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি নাদের আলী মিয়া, আমতলী ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস,প্রাণী সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার বিশ্বাস,সিএ রোমান সিকদার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন তালুকদার, আওয়ামীলীগ নেতা -ফরমান মুন্সি, এস এম ইসরাফিল, শ্রমিকলীগ সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, শিক্ষক-বদিউজ্জামান, বি এম বাবুল হেসেনসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply