অরুন রাহা, রাজবাড়ী : পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী এবং ০১ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ০২ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ২৮শে ফেব্রুয়ারী দুপুরে এক প্রেস নোটের মাধমে ওসি স্বপন কুমার মজুমদার জানান,পাংশা থানাধীন ধুলিয়াট গ্রাম থেকে মৃত বক্কার খাঁর ছেলে মাদক ব্যবসায়ী ১। অনু খা (৩৮)কে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আসামী অনু খা এর বিরুদ্ধে ০১টি হত্যা মামলা, ০৩টি অস্ত্র মামলা,০১টি বিস্ফোরক, ০১টি ডাকাতি প্রস্তুতি, ০১টি মাদক মামলা, ০১ চুরি, ০১টি অন্যান্য মামলাসহ মোট ০৯টি মামলা আছে।
এছাড়াও পরোয়ানাভুক্ত আসামী ২। মোঃ রঞ্জু বিশ্বস (৩৫),কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে হাবাসপুর গ্রামের মৃত আফতাব বিশ্বাস এর ছেলে। পরে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply