শাহ আলম মিয়া, কোটালীপাড়া : কলাবাড়ী ইউপি বিনয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের কারিগরী বিভাগের ১০ শ্রেনীর ছাত্র পিতাস হালদারকে, মঙ্গলবার সকালে এ্যাসেম্বিলির পরে বিদ্যালয়ে প্রবেশ সহ বিভিন্ন কারনে স্বাশন করায় তার বাবা পঙ্কজ হালদার, চাচা- নির্মল হালদার, মিঠুন হালদার সহ স্বজন কর্তৃক বিকালে শিক্ষকদের মারপিটের ঘটনায় উত্তাল গোপালগঞ্জের কোটালীপাড়া।
মারপিটে আহত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, কম্পিউটার শিক্ষক উত্তম অধিকারী, নিরাপত্তা প্রহরী বুলেট দত্ত, নৈশ প্রহরী জয় সেন ও কম্পিউটার অপারেটর সুদীপ অধীকারীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কোটালীপাড়া হাসপাতালে।
এ ঘটনায় আজ বুধবার সকালে অভিযুক্তদের বাড়ীঘর ভাংচুর করেছে উত্তেজিত শিক্ষক শিক্ষার্থী ও জনতা।
এ ন্যাক্কার জনক ঘটনায় উপজেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়। শিক্ষকদের মাঝে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ। একাধিক বিদ্যালয়ের শিক্ষক একত্রিত ভাবে কালিগঞ্জ বাজারে বেলা ১১ টায় সৃষ্টি করে মানব বন্ধন। সুষ্ঠু বিচারের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযুক্তরা রয়েছে পলাতক। থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে। ঘটনা স্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী অসংখ্য প্রতিবেশী সাংবাদিকদের জানান- পাশবর্তী বৈকন্ঠপুর থেকে শতশত গ্রামবাসী এসে শিক্ষক শিক্ষার্থী সংঘবদ্ধভাবে পঙ্কজ ও তার ভাইদের ঘরবাড়ী ভাংচুর করেছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক ও সাধারণ জনতা বলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক উল নুর আলম এর ইন্ধনে মানব বন্ধন, ভাংচুর সহ সমস্ত তান্ডব চালিয়েছে আন্দোলন কারীরা। এ বিষয়ে অফিসার ইনচার্জ ফিরোজ আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- শিক্ষক মারপিটের ঘটনায় থানায় মামলা হচ্ছে, ঘটনা স্থলে থানা ও ফাড়ি পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি এখন শান্ত।
Leave a Reply