শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউপি হিজলবাড়ি বিনয়কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের কারীগরি বিভাগের দশম শ্রেনীর শিক্ষার্থী পিতাস হালদার (১৭) কে শাসন করায়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, শিক্ষক উত্তম অধিকারী, জয় সেন, নিরাপত্তা প্রহরী বুলেট দত্ব ও কম্পিউটার অপারেটর সুদীপ অধিকারীসহ পাঁচ জনকে বেধড়ক মারপিটে আহত করেছে।
উক্ত শিক্ষার্থী, তার বাবা পঙ্কজ হালদার ও মা সহ স্বজনেরা। আহতদের চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতালে ভর্তি করে সহকর্মী ও স্থানীয়রা।
মঙ্গলবার বিকাল ৫ টায় বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ।
জানা যায়, এ্যাসেম্বিলির পরে বিদ্যালয়ে প্রবেশ করায় কয়েকজন শিক্ষার্থীকে শাসন করেন শিক্ষকরা। এতে ক্ষীপ্ত হয়ে অভিযুক্ত বখাটে ছাত্র পিতাস হালদার অভিবাকদের খবর দিয়ে এই ন্যাক্কার জনক ঘটনা ঘটায়।
এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে উপজেলা জুড়ে। শিক্ষক সমাজের মাঝে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম ও কলাবাড়ি ইউপি চেয়ারম্যান এ্যাডঃবিযন বিশ্বাস ছুটে আসেন হাসপাতালে। চিকিৎসার খোজখবর নিয়ে শান্তনা দেন আহত শিক্ষকদের। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
Leave a Reply