অরুন রাহা, রাজবাড়ী :পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১জন নিয়মিত মামলা ও অন্যান্য মামলার ৩জন আসামীসহ সর্বমোট ০৪জন আসামী গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ২৫শে ফেব্রুয়ারি বিকালে পাংশা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার এক প্রেস নোটের মাধ্যমে জানান, ২৬ ও ২৭শে ফেব্রুয়ারী পাংশা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলা পাংশা থানা পিপুল বাড়িয়া গ্রামের মোঃ তিলাম মন্ডল মোঃ হাসান মন্ডল (২৪),মৃত আঃ সালাম মন্ডলের ছেলে মোহাম্মদ সাগর মাহমুদ ওরফে রাব্বি (১৯)কে গ্রেপ্তার করেন।
পুলিশ সুত্রে জানা যায় এসআই মোঃ মোজাম্মেল হক(১) সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ২০০(দুইশত) গ্রাম গাঁজা মাদক ব্যবসায়ী ৩/ বর্তমান, রাজবাড়ী জেলা পাংশা থানা উত্তর হরিণাডাঙ্গা ,কুষ্টিয়া জেলা কুষ্টিয়া সদর উপজেলা/থানার হরিণী (বটতলা) গ্রামের মৃত রহমান শেখ ওরফে কেডা এর ছেলে মোঃ কামাল শেখ (৫৫)কে গ্রেপ্তার করে এবং উক্ত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়। অপরদিকে এসআই মোঃ রিপন খান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতারী পরোয়ানভুক্ত আসামী রাজবাড়ী জেলা পাংশা থানা কুরাপাড়া গ্রামের মৃত মুন্সী আকবর আলীর ছেলে মুন্সি গালিব আল হাবীবেকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।
পরে আসামীগণদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply