মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ঘাতক ট্রাকের ধাক্বায় ভাঙ্গাগেটস্থ সিডল মিল রোডে নিলুফা হোমিওপ্যাথি’র স্বত্তাধিকারী ডাঃ ইন্তাজ আলী(৬৫) ওরফে ইন্তাজ মাস্টার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি উপজেলার ১নং ওয়ার্ডের আমডাঙ্গা গ্রামের মৃত মণির উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও নওয়াপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি সোমবার আনুমানিক ৪.১৫ টায় ডাঃ ইন্তাজ ইজিভ্যানের পেছনে বসে নওয়াপাড়া যাওয়ার পথে উপজেলার আলীপুর থেকে ট্রাক টার্মিনাল পযর্ন্ত এলে পেছন থেকে খুলনাগামী ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১৮-৭৩৩২) সজোরে ধাক্কা দিলে তিনি পিষ্ট হয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সদালাপি প্রিয় মানুষের এমন হঠাৎ মৃত্যুতে ভাঙ্গাগেট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দিন বলেন, ২৬ ফেব্রুয়ারি সোমবার বিকাল আনুঃ ৪.১৫ টায় ভাঙ্গাগেট ট্রাক টার্মিনালের নিকটে খুলনাগামী ঢাকা মেট্রো ট- ১৮-৭৩৩২ ট্রাকটি ইন্তাজ মোল্যাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন, ঘাতক ট্রাকটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।
Leave a Reply