কহিনুর বেগম, পটুয়াখালী : আসন্ন পটুয়াখালী পৌরসভার নির্বাচনে আচরণবিধি যথাযথ প্রতিপালনের লক্ষ্যে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করছেন স্থানীয় প্রশাসন। এসময় আচরণবিধি ভঙ্গের অভিযোগে আট প্রার্থীকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে প্রার্থীদের।
জেলা পুলিশের সহায়তায় ২৪.০২.২৪ইং তারিখ রাত্রে ও ২৫.০২.২৪ইং তারিখ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, শাহিন মাহমুদ আব্দুল হাই ও রবিউল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান।
প্রতীক পাওয়ার পরপরই জমে উঠেছে পটুয়াখালী পৌরসভার সাধারণ নির্বাচনের প্রচার প্রচারণা।
গত শুক্রবার প্রতীক বরাদ্দের পরপরই মিছিল ও উঠান বৈঠক করতে দেখা গেছে প্রার্থী, কর্মী ও সমর্থকদের। নিজ নিজ পক্ষে ভোট আদায়ের লক্ষে নানান ভাবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন মেয়র ও সংরক্ষিত নারী ও কাউন্সিলর প্রার্থীরা। গতানুগতিক প্রচারণার বাহিরে ডিজিটাল প্লাটফর্মে পাল্লা দিয়ে নিজেদের গুণকীর্তনের পাশাপাশি স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
অন্যদিকে আচরণ বিধিমালা প্রতিপালনে শুরু থেকেই কঠোর অবস্থানে রিটার্নিং কর্মকর্তা। ইতিপূর্বে কয়েকজন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমিশন। শহরে নিশ্চিত করা হয়েছে বাড়তি নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা নজরদারী।
২৪.০২.২৪ইং তারিখ রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ এর মোবাইল কোর্ট অভিযানে পটুয়াখালী ৪ নং ওয়ার্ডের ৬ষ্ঠ লেন উমুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে সরকারি খাস জমিতে কাউন্সিল প্রার্থীর ক্যাম্প বানানোর দায়ে আচরন বিধি লঙ্ঘনের দায়ে মানিবুর রহমান সোহেল টেবিল লাইট মার্কা প্রার্থীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন। এর একটু সামনেই গেলেই চোখে পরে মেয়র মহিউদ্দিনর ক্যাম্প। সরকারি খাস জমিতে জগ প্রতিকের মেয়র প্রার্থী মহিউদ্দিনের ক্যাম্প পরিদর্শনে গিয়ে জানতে চান জগ প্রতিকের ক্যাম্প যেখানে করা হয়েছে এই জমি নিজস্ব নাকি সরকারি খাস জমিতে।এসময় জগ সমার্থীত মেয়র বাপ্পি, আওয়ামী লীগ নেতা আজমসহ একাধিক ব্যক্তি জানান নিজস্ব ক্রয়কৃত জমি।
এছাড়াও মেয়র বাপ্পি ফোনে জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, হাফিজুর রহমানের সাথে ফোন আলাপ করিয়ে দেন। পরে নির্বাহী কর্মকর্তা গজ ফিতা নিয়ে নিজেই পরিমাপ করে দেখেন দৈর্ঘ সাড়ে বাইশ ফুট প্রস্থ পনেরো ফুট প্লাস। পরে উপস্থিত সকলের সামনে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর ক্যাম্প যে স্থানে অবস্থিত তার বৈধ জমির সকল কাগজপত্র নিয়ে বেলা দুইটার মধ্যে জেলা নির্বাচন অফিসে দেখা করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ।
এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩ টি সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন ও ৯ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জনসহ মোট ৬১ জন প্রতিদ্বন্দী প্রার্থী মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছে। আগামী ৯ মার্চ এ নির্বাচনে তথ্যমতে ৫০ হাজারেরও বেশি ভোটার ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
Leave a Reply